পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক বিজয়া పె কালীপদ প্রবেশ করিল কালীপদ । ছোটবাবু বাড়ী চলে গেছেন, তাকে ডেকে আনতে লোক গেল । রাস। লোক গেল ? আজ তাকে মা ডাকলেই ভাল হতে। না । কিন্তু—ওঃ ! গোলেমালে একটা মস্ত কাজ যে আমরা ভুলে যাচ্ছি। দয়ালবাবু, আজ যে বছরের প্রথম দিন । আমাদের যে অনেক দিনের কল্পনা আজকের শুভদিনে বিশেষ করে মাকে আমরা আশীৰ্ব্বাদ করবো ! তবে, ভালোই হয়েছে আমরা ন চাইতেই বিলাসকে ডেকে আনতে লোক গেছে ! এ-ও সেই করুণাময়ের নির্দেশ । আসুন দয়ালবাবু, আর বিলম্ব করবো না—সামান্ত আয়োজন সম্পূর্ণ করে নিই—বিলাস এসে পড়লেই আমরা ফিরে এসে বিজয়াকে আমাদের সমস্ত কল্যাণ-কামনা উজাড় করে ঢেলে দিয়ে যাবো। আসুন । উভয়ের প্রস্থান । বিজয় যাইবার পূৰ্ব্বে টেবিলের চিঠিপত্রগুলো গুছাইয়া রাখিতেছিল, কালীপদ মুৰ্থ বাড়াইয়া বলিল কালীপদ । মা, ডাক্তারসাহেব— বলিয়া অদৃষ্ঠ হইল। নরেন প্রবেশ করিয়া hat ও ছঞ্জি একপাশে রাখিতে রাখিতে নরেন। নমস্কার পথ থেকে ফিরে এলুম, ভাবলুম, যে বদরাগী লোক আপনি, না এলে হয় তো ভয়ানক রাগ করবেন। বিজয় । ভয়ানক রেগে আপনার করতে পারি কি ?