পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छुजैम्न अक्ष বিজয়া 'సి' পরে বাস্তবিক হুঃখিত হয়েছি। আপনার মত বিলাসবাবুর মেজাজটাও তেমন ভাল নয়—ভবিষ্যতে আপনার যে দিনরাত লাঠালাঠি করবেন। বিজয় । আপনি তে। তাই চান । নরেন । ( জিভ কাটিয়া সলজে ) না না ক্ষঃ-পঞ্চঙ্গি ছি ও কথা বলবেন না। সত্যুিই আমি শুনে বড় ক্ষুন্ন হয়েছি। তার মেজাজটা ভূলে নয় বটে, কিন্তু আপনি 贸 ༣༣ན་ཚ༤དང་༥་༤༥༥་ཆ༡༥ ཐུད་དུ་རུང་། ༧.ཧུ་ཏཱ་ হয়ে ੋਣਾ অপর্ম কথা বলেফেলঃ অন্যায়। ভেৰে দেখুন কি কথাটা প্রকাশ পেলে ভর্বিতে কি রকম লঙ্গার কারণ হবে ? বিশেষ করে আমার জন্তে আপনাদের মধ্যে এরূপ একটা অপ্রীতিকর ঘটনা ঘটায়— বিজয় । তাই আহলাদে হাসি চাপতে পাচ্চেন না ? নরেন। (গম্ভীর মুখে ) ছি ছি, কেন আপনি বারবার এ রকম মনে করচেন ? বিশ্বাস করুন যথার্থ আমি বড় দুঃখিত হয়েছি। কিন্তু তখন আমি আপনাদের সম্বন্ধে কিছুই জানতুম না। , জরের ঘোরে কি সামান্ত একটা কথা আপনি বললেন তাতেই এত ! প্রথমে আমি তো হতবুদ্ধি হয়ে গিয়েছিলুম বিলাসবাবুর উগ্রতা দেখে, তার পরে বাইরে এনে রাসবিহারীবাবু আমাকে যা বুঝিয়ে বললেন তারও সঙ্কেত ঐ ঈর্ষ এবং মিস নলিনীও স্পষ্ট বললেন ঈর্ষ, আর দয়ালবাবুও তাতেই যেন সায় দিলেন। শুনে লজ্জায় মরে যাই, অথচ সত্যি বলচি আপনাকে এত লোকের মধ্যে আমার মতো একটা নগণ্য লোককে বিলাস বাবুর ঈর্ষা করার কি আছে আমি তো আজও ভেবে পেলুম না।