পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিজয়া প্রথম অঙ্ক وي ভিত্তি যদি না হ’ত আমি বেঁচে থাকা পৰ্যন্ত সে চিন্তা আপনার মনে আনা উচিত নয়। " --A - هa =v = or = ভৃঙ্গ-মাসিয়া চHদক্ষ-পল। ক্ষণেক পরে. ফিলিয়া অলিয়া-বলিল— p৷ Y - o কালীপদ (ভূত্য )। একজন ভদ্রলোক দেখা করতে চান। বিজয় । এইখানেই নিয়ে এস। ভূত্যের প্রস্থান বিজয়া । আর পারিনে। লোকের আসা-যাওয়ার আর বিরাম নেই। এর চেয়ে বরং কলকাতায় ছিলুম ভাল । লরেনের প্রবেশ নরেন। আমার মামা পূর্ণ গাঙ্গুলীমশাই আপনার প্রতিবেশী —ওই পাশের বাড়ীটা তার। আমি শুনে অবাক হয়ে গেছি যে তার পিতৃ-পিতামহ কালের দুর্গাপূজা নাকি আপনি এবার বন্ধ করে দিতে চান ? একি সত্য ? ( এই বলিয়া একটা চেয়ার টানিয়া উপবেশন করিল ) বিলাস । আপনি তাই মামার হয়ে ঝগড়া করতে এসেছেন নাকি ? কিন্তু কার সঙ্গে কথা কচ্চেন ভুলে যাবেন না। নরেন। না, সে আমি ভুলি নি, আর ঝগড়া করতেও তামি আসিনি। বরঞ্চ কথাটা বিশ্বাস হয়নি বলেই জেনে যেতে এসেছি । বিলাস । বিশ্বাস ন হবার কারণ ? নরেন । কেমন করে হবে ? নিরর্থক নিজের প্রতিবেশীর