পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক বিজয়া S રહી বিজয়া। আপনার চোখের দৃষ্টিট খুলেছে দেখচি তাহলে! আচ্ছ, সেই ভূতের কাহিনীটা শেষ করুন এবার। নরেন। কোন ভূতের কাহিনী ? বিজয় । সেই যে পাগলা ভূতটা দিনকতক আপনার কাধে চেপেছিল ? সে নেবে গেছে তো ? নরেন । ( সহাস্ত্যে ) ওঃ—তাই ? হা, সে নেবে গেছে। বিজয় । যাক, তাহলে বেঁচে গেছেন বলুন। নইলে আর কতদিন যে আপনাকে এই পথে ঘোড়দৌড় করিয়ে বেড়াত কে জানে । কালীপদ । ( নরেনকে দেখাইয়া ) উনি চা খাবেন না। বিজয় । (কালীপদকে ) কেন খাবেন না ? যা তুই ঠিক করে আনতে বলে দিগে । কালীপদ প্রস্থান করিল নরেন । আমাকে মাপ করবেন আজ আমি চ খেতে পারবো না । বিজয় । কেন পারবেন না ?—আপনাকে নিশ্চয় খেয়ে যেতে হবে ! নরেন । ( মাথা নাড়িয়া ) না না,—সে ঠিক হবে না । সেদিন তাদের কথা দিয়েছিলুম আজ এসে তাদের বাড়ীতে খাবো। না খেলে তারা বড় দুঃখ করবেন। . বিজয় । তারা কে ? দয়ালবাবুর স্ত্রী, ন নলিনী ? নরেন। হুজনেই দুঃখ পাবেন । হয়তে। আমার জন্যে আয়োজন করে রেখেছেন। -