পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক বিজয়৷ \రిళ বাল দুটা হাতে তুলিয়া লইয়া ) এ কি কাও । আজকের দিনে কি হাত থেকে সরাতে আছে/দিমণি ! তোমারুষে ভুলো-মন, হয়তো ঐখানেই ফেলে চলে যাবে, যার চোখে পড়বে সে কি আর দেবে!—তো পরেশকে কি একটা আঙটি গড়িয়ে দিতে হবে দিদিমণি, তার কত দিনের সখ । বিজয় । আর তোমাকে একটা হাf—ন ? | পরেশের মা। তামাস করচে বটে, কিন্তু না নিয়েই কি ছাড়বে। ভেবেচে । - বিজয় । না ছাড়বে কেন, এই তো তোমাদের পারার দিন। পরেশের ম। সত্যি কথাই তো ! এ সব কাজ-কৰ্ম্মে

  • o

পাবে না তে। কবে পাবে বলে তো ? ༣༥་་ বাটি আর কিছু খাবার নিয়ে আসবাে ? না হয় তোমার শোবার ঘরে চলে, আমি সেখানেই দিয়ে আসি গে। \ বিজয় । তাই যাও পরেশের মা, ਬਾਰੇ শোবার ঘরেই দাও গে । \ . . o পরেশের মা । যাই দিদিমণি, বামুন ঠাকুরকে দিয়ে খানকতক গরম লুচি ভাজিয়ে নিই গে। i পরেশের মা চরি৷ গেল। প্রবেশ করিল পর্শে এবং | i তার পিছনে নরেন ; \ বিজয় । এই নে পরেশ একটা টাকা \খুব ভালো লাটাই কিনি ঠকিসনে যেন । t পরেশ । নাঃ— পরেশ নিমিষে ਬੋ