পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

झुउँौग्न अझ বিজয়া 8) নিয়ে থাকতে পারতুম তো আর আমি কিছুই চাইতুম না। কিন্তু সে-রকম বড়লোক কি আর আছে । ( হঠাৎ হাসিয়া ) তারা ভারি সেয়ানা—একপয়সা বাজে খরচ করতে চায় না । এই বলিয়া পুনরায় সে হাসিয়া উঠিল। বিজয় তেমনি নিরুত্তরে বসিয়া রহিল নরেন । কিন্তু আপনার বাবা বেঁচে থাকলে হয়তো এ সময়ে আমার অনেক উপকার হতে পারতো—তিনি নিশ্চয় এই উদ্ধৃবৃত্তি থেকে আমাকে রক্ষা করতেন । বিজয়া। কি করে জানলেন ? তাকে তে আপনি চিনতেন না । নরেন। না, আমিও তাকে কখনো দেখিনি, তিনিও বোধ হয় কখনো দেখেননি । কিন্তু তবুও আমাকে খুব ভালবাসতেন। কে আমাকে টাকা দিয়ে বিলেতে পাঠিয়েছিল জানেন ? তিনিই । আচ্ছ, আমাদের ঋণের সম্বন্ধে আপনাকে কি কখনো কিছু তিনি বলে যাননি ? বিজয় । বলাই তো সম্ভব, কিন্তু আপনি ঠিক কি ইঙ্গিত করছেন তা না বুঝলে তো জবাব দিতে পারিনে। নরেন। (ক্ষণকাল চিন্তা করিয়া) থাক্ গে। এখন এ আলোচনা একেবারে নিম্প্রয়োজন । বিজয়া । (ব্যগ্র হইয়া ) না, বলুন—বলতেই হবে।— আমি শুনবোই ।