পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Եր বিজয়া প্রথম অঙ্ক আপনার দুঃখী প্রজাদের মাথায় নিজে তুলে দেবেন এ বিশ্বাস করা কি সহজ ? আমি তো কিছুতেই বিশ্বাস করতে পারি নি । বিলাস । আপনি অনেক কথাই বলছেন । সাকারনিরাকারের তর্ক আপনার সঙ্গে করব এত অপৰ্য্যাপ্ত সময় আমাদের নেই। তা সে চুলোয় যাক। আপনার মামা একটা কেন, একশোট পুতুল গড়িয়ে ঘরে বসে পূজা করতে পারেন তাতে কোন আপত্তি নেই, শুধু কতকগুলো ঢাক ঢোল কাসী অহোরাত্র ওঁর কানের কাছে পিটে ওঁকে অসুস্থ করে তোলাতেই আমাদের আপত্তি । নরেন। অহোরাত্র তো বাজে না । তা সকল উৎসবেই একটু হৈ চৈ গণ্ডগোল হয়। অসুবিধে কিছু না হয় হলই। আপনারা মায়ের জাত, এদের আনন্দের অত্যাচার আপনি সইবেন না তো কে সইবে ? বিলাস । আপনি ভো কাজ আদায়ের ফন্দিতে মা ও ছেলের উপমা দিলেন, শুনতেও মন্দ লাগল না ; কিন্তু জিজ্ঞাসা করি আপনার মামার কানের কাছে মহরমের বাজনা সুরু করে দিলে, র্তার সেট। ভাল বোধ হত কি ? তা সে যাই হোক, বকবিকি করবার সময় নেই আমাদের । বাবা যে হুকুম দিয়েছেন তাই হবে। নরেন। আপনার বাবা কে, আর তার নিষেধ করবার কি অধিকার তা আমার জানা নেই। কিন্তু আপনি মহরমের যে অদ্ভুত উপমা দিলেন, কিন্তু এটা রসোনচৌকি না হয়ে কাড়া