পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক বিজয়া > 2 ご সরকার । মাস তিনেক হবে বোধহয় । বিজয় । ওকে আর দরকার নেই। এক মাসের মাইনে বেশি দিয়ে আজই ওকে জবাব দেবেন। (একটু থামিয়া) না না দোষের জন্যে নয়, লোকটাকে আমার ভালো লাগে ন—তাই । রাস । বিনা দোষে কারো অন্ন মারাটা কি ভালো মা ? সরকার । তাহলে তাকে কি-— বিজয় । আমার আদেশ তো শুনলেন সরকারমশাই ! আজই বিদায় দেবেন। রাস । ( নিজেকে সামলাইয়া লইয়া ) এবার কষ্ট করে একটু চলে। পুরনো দলিলগুলো বেশ করে একবার পড়া চাই-ই ! বিজয় । কেন ? রাস । বললাম কারণ আছে । তবুও বারবার এক কথা বলবার তো আমার সময় নেই বিজয় । বিজয় । কারণ আছে বলেছেন কিন্তু কারণ তো একটাও দেখান নি । রাস। না দেখালে তুমি যাবে না ? ( একটু থামিয়া) তার মানে আমাকে তুমি বিশ্বাস করে না। বিজয়া নিরুত্তর রাস। (লাঠিট। মাটিতে ঠুকিয় ) কিসের জন্যে আমাকে তুমি এত বড় অপমান করতে সাহস করে ? কিসের জন্যে আমাকে তুমি অবিশ্বাস করে শুনি ?