পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

x & 9 বিজয়া তৃতীয় অঙ্ক বিজয় । ( শান্তস্বরে ) আমাকেও তো আপনি বিশ্বাস করেন না। আমারি টাকায় আমারি ওপর গোয়েন্দা নিযুক্ত করলে মনের ভাব কি হয় আপনি বুঝতে পারেন না ? এবং তারপরে আমার সম্পত্তির মূল দলিলপত্র হস্তগত করার তাৎপৰ্য্য যদি আমি আর কিছু বলে সন্দেহ করি সে কি অস্বাভাবিক ? না, সে আপনাকে অপমান করা ? রাসবিহারী নিৰ্ব্বাক স্তম্ভিত হইয়া গেলেন। র্তাহার এতবড় পাক৷ চাল একটা বালিকার কাছে ধরা পড়িবে এ সংশয় তাহার পাকা মাথায় স্থান পায় পাই । এবং ইহাই সে অসঙ্কোচে মুখের উপর মালিশ করিবে- সে তো স্বপ্নের অগোচর। কিছুক্ষণ বিমূঢ়েপ মতে স্তব্ধ থাকিয়৷ এই প্রকৃতির লোকের যাহা চরম অস্ত্র তাঁহাই তুণীর হইতে বাহির করিয়া প্রয়োগ করিলেন রাস। বনমালীর মুখ রাখবার জন্যেই এ কাজ করতে হয়েছে। বন্ধুর কৰ্ত্তব্য বলেই করতে হয়েছে ! একটা অজানাঅচেনা হতভাগাকে পথ থেকে শোবার ঘরে ডেকে এনে রাতদুপুর পর্য্যন্ত হাসি-তামাসায় কাটালে এর অর্থ কি বুঝতে পারিনে ? এতে তোমার লজ্জা হয় না বটে কিন্তু আমাদের যে ঘরে-বাইরে মুখ পুড়ে গেল। সমাজে কারো সামনে মাথ৷ তোলবার যে রইলো না ! ( রাসবিহারী আড়চোখে চাহিয়া র্তাহার মহামন্ত্রের মহিমা নিরীক্ষণ করিলেন ) বলি এ-গুলো