পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ಕ್ಡಸ್ತಕ್ತH7 fivo-{ ’سی (v বঙ্গয়া বাটক "শর স্বপন প্রান্ত অদূরে সরস্বতী নদীর কিছু কিছু দেখা যাইতেছে, বিজয়ী ও কানাই সিংগু দয়াল প্রবেশ করিলেন দয়াল । তোমাকেই খুর্জে বেড়াচ্চি স্ত্র। শুনলামA. * এসেছে, ভাবলাম বাড়ী যাবার অাগে এ-দিকটা দেখে ই, যদি দেখা মেলে। গ্ৰ । ~রিজুয়ু _ কেন দয়াৰ্ছবাৰু ? છે দয়াল।হ আঁজ তৃতীয়, পূর্ণিমা হলো সতেরোই। আর ক’টাদিন বাকি বলে তো মা ? বিবাহের সমস্ত উদ্যোগআয়োজন এই ক’দিনেই সম্পূর্ণ করে নিতে হবে। অথচ রাসবিহারীবাবু সমস্ত দায়িত্ব আমার ওপর ফেলে নিশ্চিন্ত হয়েছেন । বিজয় । দায়িত্ব নিলেন কেন ? দয়াল। এ যে আনন্দের দায়িত্ব মা,—নেবো না ? বিজয় । তবে অভিযোগ করচেন কেন ? দয়াল। অভিযোগ করিনি বিজয় । কিন্তু মুখে বলচি বটে