পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ృష్క్రిe বিজয়া চতুর্থ অঙ্ক ভালোবাসার ছেলেও বটে। এমন নিৰ্ম্মল, এমন স্বভাবতঃ ভদ্রমানুষ আমি কম দেখেচি মা । নলিনীর ইচ্ছে সে বি-এ পাস করে ডাক্তারি পড়ে। এ বিষয়ে তাকে কত উৎসাহ কত সাহায্য করেন তার সীমা নেই। ওঁর সাহায্যে এরই মধ্যে নলিনী অনেকগুলো বই পড়ে শেষ করেছে। লেখা-পড়ায় দুজনের বড় অনুরাগ। বিজয় । তা হোক, কিন্তু আপনি কি আর কিছু সন্দেহ করেন না ? দয়াল। কিসের সন্দেহ মা ? বিজয়ী। আমার মনে হয় কি জানেন দয়ালবাবু ? দয়াল। কি মনে হয় মা ? বিজয়ী । আমার মনে হয় নলিনীর সম্বন্ধে তার মনোভাব স্পষ্ট ক'রে প্রকাশ করা উচিত। দয়াল। ও—এই বলচে । সে আমারও মনে হয়েছে মা, কিন্তু তার তো এখনো সময় যায় নি। বরঞ্চ দু-জনের পরিচয় আরো একটু ঘনিষ্ঠ না হওয়৷ পৰ্য্যন্ত সহসী কিছু না বলাই উচিত ! বিজয় । কিন্তু নলিনীর পক্ষে তে ক্ষতিকর হতে পারে। র্তার মনস্থির করতে হয়তো সময় লাগবে কিন্তু ইতিমধ্যে নলিনীর— দয়াল ! সত্যি কথা। কিন্তু আমার স্ত্রীর কাছে যতদূর শুনেচি তাতে,—ন না, নরেনকে আমরা খুব বিশ্বাস করি। তার দ্বারা যে কারো কোন ক্ষতি হতে পারে, তিনি ভুলেও যে