> * বিজয়ী প্রথম অঙ্ক সেখানে অষ্টপ্রহর কেউ কানের কাছে তোপ দাগ তে থাকলেও তো চুপ করে সইতে হতো ? ( নরেনের প্রতি ) আপনার মামাকে জানাবেন, তিনি প্রতি বৎসর যেমন করেন, এবারেও তেমনি করুন, আমার বিন্দুমাত্র আপত্তি নেই। আপনি তবে আসুন, নমস্কার । নরেন । ধন্যবাদ—নমস্কার । ( উভয়কে নমস্কার করিয়া প্রস্থান ) বিজয় । আমাদের কথাটাই তো শেষ হতে পেলে না । তা হ’লে তালুকটা নেওয়াই কি আপনার বাবার মত ? - বিলাস । হু । বিজয় । কিন্তু এর মধ্যে কোন রকম গোলমাল নেই তো ? বিলাস। না । বিজয়। আজ কি তিনি ওবেলা এদিকে আসবেন ? বিলাস । বলতে পারি মা । বিজয়া । আপনি রাগ করলেন না কি ? বিলাস। রাগ না করলেও পিতার অপমানে পুত্রের ক্ষুণ্ণ হওয়া বোধ করি অসঙ্গত নয়। বিজয় । কিন্তু এতে তার অপমান হয়েছে এ ভুল ধারণ। আপনার কোথেকে জন্মালো ? তিনি স্নেহবশে মনে করেছেন আমার কষ্ট হবে । কিন্তু কষ্ট হবে না এইটাই শুধু ভদ্রলোককে জানিয়ে দিলুম। এতে মান অপমানের তো কিছুই নেই বিলাসবাবু!
পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
