পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬৪ বিজয়৷ চতুর্থ অঙ্ক জানলে না খাইয়ে কিছুতে ছেড়ে দেবে না যেমন করে হোক খাওয়াবেই । তার সে কি যত্ন । নলিনী। তবে ? এসব কি আসে সপুরে দুষ্ট থেকে ! পিতৃভক্তি এই ே এই বাড়ীটা নিয়ে পৰ্য্যন্ত তার মনে শান্তি ছিল ন', নিতে হয়েছিল শুধু বিলাসবাবুর জবরদস্তিতে— i নলিনী। এ কথা আমরা সবাই জানি ডক্টর মুখার্জি। : নরেন। হা, অনেকেই জানে। সেদিন ওঁকে একটু বিপদগ্ৰস্ত করার উদ্দেশ্বেই বনমালীবাবুর সেই চিঠির উল্লেখ করে বলেছিলুম, আমার বাবা যত ঋণই করে থাকুন আপনার বাবা কিন্তু এ বাড়ী আমাকেই যৌতুক দিয়েছিলেন । তবু আপনি কেড়ে নিলেন। শুনে বিজয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল, বললেন, সতি হলে এ বাড়ী আপনাকে আমি ফিরিয়ে দেবো । বললুম। সত্যিই বটে, কিন্তু ফিরিয়ে নিয়ে আমি করবো কি ? পেটে দায়ে চাকরী করতে নিজে থাকবো বাইরে—বাড়ী হবে বন-জঙ্গল শিয়াল কুকুরের বাসা—তার চেয়ে যা হয়েছে সেই ভালো তিনি মাথা নেড়ে বললেন, না সে হবে না,--নিতেই হ:ে আপনাকে । বাবার আদেশ আমি প্রাণ গেলেও উপেক্ষা করতে পারবে না। অন্ততঃ বাড়ীর স্থায্য যা দাম—তাই নিন বললুম, ভিক্ষে নিতে আমি পারবো না । তিনি বললেন, তাহঃে বিলিয়ে দেবে আপনার দূরসম্পৰ্কীয় আত্মীয়দের। বাবা য দিয়ে গেছেন আমি তা অপহরণ করবে না—কোন মতেই না _এই আমার পণ_-এশুনে দুষ্টবুদ্ধি মাথায় চেপে গেল, বললুম