পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

J99 চতুর্থ অঙ্ক বিজয়া নরেন্ণ সূৰ্ত্তি দেখে ভয় পেয়েগেলুমূ/ একেবারেY. নিশ্চলA o দেখি চাপ৷ Ý ; o পাজারগুলো ফুলুে ফুলে উঠছে—আর বসে থাকতে সাহস হলে না, নিঃশব্দে বেরিয়ে এলুম | নলিনী । Zਆਿੱੇ ੇ। శ్రీః | র্তার কাছে f ۱ لیگYکه پقان ه নরেন । না, সে দিকেই না । নলিনী । তাকে দেখতে ইচ্ছে করে না আপনার ? নরেন । ( হাসিয়া ) এ কথা জেনে লাভ কি ? নলিনী । না, সে হবে না, আপনাকে বলতেই হবে । নরেন। বলতে আপনাকেই শুধু পারি। কিন্তু কথা দিন, কখনো কাউকে বলবেন না ? নলিনী। কথা আমি দেবে না। তবু বলতেই হবে তাকে দেখতে ইচ্ছে করে কিনা ৷ নরেন । করে। রাত্রি দিনই করে । নলিনী । ( বাহিরের দিকে চাহিয়া মহা উল্লাসে ) এই যে ! আসুন, অামুন। নমস্কার । ভালো আছেন ? বিজয়া ও দয়ালের প্রবেশ বিজয় । (নরেনের দিকে সম্পূর্ণ পিছন ফিরিয়া নলিনীকে) নমস্কার। ভালো আছি কি না খোজ নিতে একদিনও তে। আর গেলেন না ? নলিনী। রোজই ভাবি যাই কিন্তু সংসারের কাজে— বিজয় । সংসারের কাজ বুঝি আমাদের নেই ?