পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক বিজয়৷ به وك لا নলিনী । আছে সত্যি, কিন্তু মামীমার অমুখে— বিজয়া । একেবারে সময় পান না । না ? নরেন। (সম্মুখে আসিয়া হাসিমুখে বলিল ) আর আমি যে রয়েছি, আমাকে বুঝি চিনতেই পারলেন না ? বিজয় । চিনতে পারলেই চেনা দরকার না কি ? (নলিনীর প্রতি ) চলুন মিস্ দাস, ওপরে গিয়ে মামীমার সঙ্গে একটু আলাপ করে আসি। চলুন। নরেনের প্রতি দৃষ্টিপাত মাত্র না কবিয়া নলিনীকে একপ্রকার ঠেলিয়া লইয়া চলিল নলিনী । ( চলিতে চলিতে) ডক্টর মুখার্জি, চা না খেয়ে আপনি যেন পালাবেন না । আমাদের ফিরতে দেরি হবে না বলে যাচ্ছি । দয়াল । তুমিও চলে না বাবা ওপরে। সেখানেই খাবে। নলিনী ও বিজয় চলিয়া গেল নরেন। ওপরে গেলেই দেরি হবে দয়ালবাবু, ছটার গাড়ী ধরতে পারবো না । দয়াল । তুমি তে। সেই আটটার ট্রেনে যাও, আজ এত তাড়াতাড়ি কেন ? চা না হয় এখানেই আনতে বলে দি । কি বল ? - নরেন। ন! দয়ালবাবু, আজ চা খাওয়া থাক। (ঘড়ি দেখিয়া ) এই দেখুন পাচটা বেজে গেছে—আর আমার সময় নেই। আমি চললুম। মামীম যেন দুঃখ না করেন।