পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক বিজয়া › ግ¢ হলেও বা এত শীঘ্র কি করে যাবেন আমি তো ভেবে পাইনে । তাকে সমস্ত খুলে বলেছেন কি ? আর এত দূরে যেতেই বা তিনি মত দিলেন কি করে ? নরেন। দাড়ান, দাড়ান। এখনো কাউকে সমস্ত কথা খুলে বলা হয়নি বটে, কিন্তু— বিজয় । কিন্তু কি ? না সে কোন মতেই হতে পারবে না । আপনারা কি আমাদের বাক্স-বিছানার সমান মনে করেন যে, ইচ্ছে থাক না থাক দড়ি দিয়ে বেঁধে গাড়ীতে তুলে দিলেই সঙ্গে যেতে হবে ? সে কিছুতেই হবে না। র্তার অমতে কোনমতেই অত দূরে যেতে পারবেন না। নরেন । ( কিছুক্ষণ বিমূঢ়ের ন্যায় স্তব্ধ ভাবে থাকিয় ) ব্যাপারটা কি আমাকে বুঝিয়ে বলুন তো ? পরশু না কবে এই নূতন চাকরির কথাটা দয়ালবাবুকে বলতে তিনিও চমকে উঠে এই ধরনের কি একটা আপত্তি তুললেন আমি বুঝতেই পারলুম না। এত লোকের মধ্যে নলিনীর মতামতের ওপরেই বা আমার যাওয়া না যাওয়া কেন নির্ভর করে, আর তিনিই বা কিসের জন্ত বাধা দেবেন—এ সব যে ক্রমেই হেঁয়ালি হয়ে উঠচে । কথাটা কি আমাকে খুলে বলুন তো ! বিজয় । ( ক্ষণেক পরে ধীরে ধীরে ) তার সঙ্গে একটা বিবাহের প্রস্তাব কি আপনি করেন নি ? নরেন। আমি ? না কোনদিন নয় । বিজয়। না করে থাকলেও কি করা উচিত ছিল না ? আপনার মনোভাব তো কারে কাছে গোপন নেই।