পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ծ ԳԵ- বিজয়া - চতুর্থ অঙ্ক সে আপনি জানেন। নইলেপূির্হিসঞ্জলেও তার যথা-সৰ্ব্বস্ব দাবি করার কথা মুখেsআনতে পারতেন না। আমি হলে কিন্তু ঐখানেই থামতুম না । তিনি যা দিয়ে গেছেন সমস্ত জোর করে দখল করতুম, তার একতিলও ছেড়ে দিতুম না। টেবিলে মুখ রাখিয়া কাদিতে লাগিল নরেন । নলিনী ঠিকই বুঝেছিল বিজয়ী, আমি কিন্তু বিশ্বাস করিনি। ভাবতেই পারিনি আমার মতো একটা অকেজো অক্ষম লোককে কারও প্রয়োজন আছে। কিন্তু সত্যিই যদি এই অসঙ্গত খেয়াল তোমার মাথায় ঢুকেছিল শুধু একবার হুকুম করনি কেন ? অামার পক্ষে এর স্বপ্ন দেখাও যে পাগলামি বিজয় । বিজয়া মুখের উপর আঁচল চাপিয়া উচ্ছসিত রোদন সংবরণ করিতে লাগিল। নরেন পিছনে পদশব্দ শুনিয়া ফিরিয়া দেখিল দয়াল দাড়াইয়। দ্বারের কাছে। তিনি ধীরে ধীরে ঘরে অসিয়া বিজয়ার আসনের একাস্তে বসিয়া অহীর মাথায় হাত দিলেন, বলিলেন— দয়াল । মা ? বিজয় একবার মুখ তুলিয়া দেখিয়া পুনরায় উপুড় হুইয়া পড়িয়া মুখ গুজিয়া কাদিতে লাগিল । দয়ালের চোখ দিয়া জল গড়াইয়া পড়িল, সক্ষেহে মাথায় হাত বুলাইতে বুলাইতে বলিলেন— দয়াল। শুধু আমার দোষেই এই ভয়ানক অন্যায় হয়ে