পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Stre - চতুর্থ অঙ্ক (c૧ } রাত চোখে ঘুম এলো না, কুরি মুলুঃ বুলিস্ট্রকুঞ্জের, * মুখের বাক্যটাই বড় হবে, ੇ ੈ। ੱੇ ছুটলুম কলকাতায়—নরেনের কাছে— ** :്a+ ഫ് নরেন। আপনি আমার কাছে গিয়েছিলেন ? দয়াল। গিয়ে দেখি তুমি বাসায় নেই, খোজ নিয়ে গেলুম তোমার আফিসে, তারাও বললে তুমি আসেনি। ফিরে এলুম বিফল হয়ে, কিন্তু আশা ছাড়লুম না। মনে মনে বললুম, যাবে বিজয়ার কাছে, বলবো তাকে গিয়ে সব কথা--(পর্শে গলা বাড়াইয়। / * r পরেশ । মা-ঠান, একটা দুটাে বেজে গেল—তুমি না খেলে যে আমরা কেউ খেতে পাচ্চিলে। " , - . . . শুনিয়া বিজয়া ব্যস্ত ಘೆ, o or 2 tv4"| বিজয়ী। (ব্যস্তভাবে) দয়ালবাবু এখানেই আপনাকে স্নানাহার করতে হবে । * দয়াল। না, মা, আজ তোমার আদেশ পালন করতে পারবে না। তারা সব পথ চেয়ে আছে। নরেন, তোমাকেও যেতে হবে। কাল না খেয়ে চলে এসেছে। সে দুঃখ ওদের যায়নি। এসে আমার সঙ্গে ! -- পwix; "Y -1^ */ : / رو به بالای ۷ تا ( নরেন উঠিয় দাড়াইল। বিজয় ইঙ্গিতে তাহাকে একপাশে ডাকিয়া লইয়। দয়ালের অগোচরে মৃদুকণ্ঠে বলিল— বিজয় । আমাকে না জানিয়ে কোথাও চলে যাবেন না তো ?