পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

હવામાં শ্য বিজয়ার বসিবাব ঘর পরেশ প্রবেশ করিল। তাহণর পবিধানে চওড। পাডের শাড়ী, গাযে ছিটের জামা, গলায় ক্টোচানো চ1দব কিন্তু খালি প। পবেশ। মা-ঠান তিনটে চাবটে বেজে গেল পালকি এলে। না তো ? আমার মা কি বলচে জানো মা-ঠান ? বলচে, বুড়ে দয়ালেব ভীমরথি হয়েছে—নেমগুন্ন কবে ভুলে গেছে । বিজয়া। তোর বুঝি বড় খিদে পেয়েছে পবেশ ? পরেশ । হি—বডড খিদে পেয়েছে। বিজয় । কিচ্ছ খাসমি এতক্ষণ ? পরেশ । না । কেৱল সকালে দুটি মুড়ি-মুড়কি খেয়েছিয়, আর মা বললে, পরেশ, নেমন্তম বাড়ীতে বড় বেলা হয়, দুটে ভাত খেয়ে নে। তাই—দেখে মা-ঠান, এই এম্ভ কটি খেয়েছি। এই বলিয়া সে হাত দিয়া পলিমাণ দেখাইয়৷ দিল। জিজ্ঞাসা করিল— পরেশ । তোমার খিদে পায়নি মা-ঠান ? , বিজয় । (মৃদু হাসিয়) আমারও ভারি ক্ষিদে পেয়েছে রে ।