পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>brケ বিজয়া পঞ্চম অঙ্ক এই বলিয়া সে বিজয়ীকে টানিয়া লইয়া ভিতরে চলিয়। গেল । সঙ্গে গেল পরেশ, পরেশের মা ও কালীপদ । নেপথ্যে শঙ্খ বাজিয়। উঠিল, ভট্টাচাৰ্য্য মহাশয় প্রবেশ করিলেন ভট্টাচাৰ্য্য। লগ্ন সমুপস্থিত। আপনার অনুমতি করুন, শুভকার্য্যে ব্ৰতী হই । সকলে । ( সমস্বরে ) আমরা সৰ্ব্বান্তঃকরণে সম্মতি দিই ভট্চায্যিমশাই, শুভকৰ্ম্ম অবিলম্বে আরম্ভ করুন । যে আজ্ঞে, বলিয়া ভট্টাচাৰ্য্য মহাশয় প্রস্থান করিলেন। গ্রামের চাষা-ভূষা নানা লোক নানা কাজে আসা-যাওয়া করিতেছে এবং ভিতর হইতে কলরব শুনা যাইতেছে দয়াল । আমারও সংশয় এসেছিল। একটা বড় কথ আছে যে, বিজয়ী তাদের প্রতিশ্রুতি দিয়েছেন। মলিনীব ডেকা মামাবাই/জয়ার অন্তধর্ম সায় ਾਂਕਿ । তার হৃদয়ের সত্যকে লঙ্ঘন করে তার মুখের বলাটাকেই/বড় করে স্কুলৰে শুনে অবাক হয়ে চেয়ে রইলুম।-ও বলতে লাগলে। কেবল মুখ দিয়ে বার হয়েছে বলেই কোন জিনিস কখনো সত হয়ে ওঠে না। তবু তাকে জোর করে যারা সকলের উর্ধে স্থাপন করে তারা সত্যকে ভালবাসে বলেই করে না, তার সত্য-ভাষণের দন্তটাকেই ভালবাসে বলে করে। ... কলে হয়তো জানেন/ন যে এই ভইচযিম - शत्र/ g পতামহ ছিলেন রায়-বংশের কুলপুরোহিত ।