পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

So বিজয়া পঞ্চম অঙ্ক দয়াল। (সলজে হাত তুলিয়া ) না না না—অমন কথা বলবেন না মজুমদারমশাই। প্রার্থনা করি তারও মঙ্গল হোক। বৃদ্ধ। মঙ্গল হবে ? ছাই হবে। গোল্লায় যাবে। তা পুকুরটার-- **. 蠶 । নানা না—ওকথা বলতে নেই—বলতে নেই কারো সম্বন্ধে না। ; করুণাময় যেন সকলেরই মঙ্গল করেন L বুক্ত। ক্লিন্ত ঐ যে বুড়ে দেড়ে–6 ধীর গম্ভীর পদে রাসবিহারী প্রবেশ করিতেই সকলে চক্ষের পলকে উঠিয়া দাড়াইয়৷ -अक्ट्रै আম্বন আসুন, আসুন, আসতে আজ্ঞ হোক রাসবিহারীবাবু। আমরা সকলেই আপনার শুভাগমনের প্রতীক্ষা করছিলুম। রাস। ( কটাক্ষে চাহিয়া দয়ালের প্রতি ) আজ ব্যাপারট। কি বলে। তো দয়াল ? দোরগোড়ায় কলাগাছ পুতেছে, ঘট বসিয়েছে, বাড়ীর ভেতরে শাকের আওয়াজ শুনতে পেলুম,— আয়োজন মন্দ করোনি-–কিন্তু কিসের শুনি ? দয়াল। (সভয়ে ও সবিনয়ে ) আজ যে বিজয়ার বিবাহ ভাই ! রাস। মতলবটা কে দিলে শুনি ? দয়াল । কেউ নয় ভাই, করুণাময়ের রাস । হু—করুণাময়ের। পাত্রটি কে ? জগদীশের ছেলে সেই নরেন ?