পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অঙ্ক বিজয়। సె\రి নরেন। (গলার মালা দেখাইয়া) তার এই ফল ! এই শাস্তি ? বিজয়া । হা, তাই তে । শাস্তি কি তোমার কম হলো নাকি ! নরেন। তা হোক, কিন্তু বাইরে একথা আর প্রকাশ করে। ন,—তাহলে রাজ্যিশুদ্ধ লোক তোমাকে microscope বেচতে ছুটে আসবে। উভয়ের হস্ত নলিনী ( প্রবেশ করিয়া) এসে ভাই, আম্বন Dr. Makhdit মামীম। আপনাদের খাবার দিয়ে বসে আছেন,— কিন্তু আমন অট্টহাস্য হচ্ছিল কেন ? o বিজয় । (হাসিয়া ) সে আর তোমার শুনে কাজ রেই— ੋਡ਼ਿ! చి