পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Yor বিজয়া প্রথম অঙ্ক ১ম ব্রাহ্মণ । মেয়েটি তো তা হলে ভাল ? ২য় ব্রাহ্মণ । ইঃ ভাল ! ম্লেচ্ছ, বিধৰ্ম্মী, বলি খোজ রেখেছ কিছু ? পূর্ণ। হোক ম্লেচ্ছ। বাবা, তবুও রায় বংশের মেয়ে— হরি রায়ের নাতনী ! শুনলুম ঐ বিলেস ছোড়াটা অনেক চেষ্ট। করেছিল বন্ধ করতে, কিন্তু তিনি কোন কথায় কান দেন নি । স্পষ্ট বলে দিলেন, হাজার অসুবিধা হলেও আমি পরের ধৰ্ম্মকৰ্ম্মে হাত দিতে পারব না। এ কি সহজ কথা ! ১ম ব্রাহ্মণ। বল কি খুড়ে ? প্রথম যেদিন জুতো মোজ পরে ফেটিং চড়ে ও দেশেতে এলে লোক ত ভয়ে মরে। গুজব রটে গেল এরই সঙ্গে হবে নাকি বিলাসবাবুর বিয়ে, তাই এসেছে দেশে। সবাই ভাবলে, এক রামে রক্ষে নেই সুগ্ৰীব দোসর–আর কাউকে বাচতে হবে না, দেড়েল ব্যাট এবার গ্রামশুদ্ধ সবাইকে ধরে ধরে ফাসী দেবে । কিন্তু তোমার ব্যাপারট। দেখলে যেন মনে ভরসা হয়। না খুড়ো ? পূর্ণ। ই বাবা, হয়। আমি বলছি তোমরা পরে দেখে, এই মেয়েটির দয়া ধৰ্ম্ম আছে। কাউকে সহজে দুঃখ দেবে না। ২য় ব্রাহ্মণ। বাজে—বাজে–সব বাজে কথা । আরে বিধৰ্ম্মী যে ! শাস্তরে বলেচেম্লেচ্ছ ; তার আবার দয়া ! তার আবার ধৰ্ম্ম । ১ম ব্রাহ্মণ । তা বটে, শাস্তর বাক্য সহজে মিথ্যে হয় না সত্যি, কিন্তু খুঁড়োর পূজোটি তো মা লক্ষ্মী নিজের জোরে চালিয়ে দিলেন। বাপ-ব্যাটায় হাজার চেষ্টা করেও তো বন্ধ করতে পারলে না ।