পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক বিজয়া ఫె ২য় ব্রাহ্মণ । ( মাথা নাড়িয়া ) কিন্তু তোমরা পরে দেখে। ঐ জুতো মোজা পরা মেলেচ্ছ মেয়ে গা জালিয়ে খাক করে ছাড়বে। আমি চেয়ে স্পষ্ট দেখতে পাচ্ছি। .* পুর্ণ। কি জানি বাবা, আমাদের নরেন তো সাহস দিয়ে বললে, ভয় নেই, উনি কাউকে কষ্ট দেবেন না। মহামায়া কপালে যা লিখেছেন তা হবেই। কিন্তু এইটি দেখো বাবা, তোমরা সকলে মিলে যেন আমার কাজটি উদ্ধার করে দিতে পায় । ২য় ব্রাহ্মণ। দেবে খুড়ে, আমরা সবাই মিলে তোমার কাজে গিয়ে লাগব—কোন দিকে তোমার চাইতে হবে না। ১ম ব্রাহ্মণ। মায়ের পুজোটি ভালয় ভালয় চুকে যাক, কন্তু বাবা তোমাকেও আমাদের একটু সাহায্য করতে হবে। তোমাকে আর নরেনকে সঙ্গে নিয়ে সময় বুঝে একদিন আমরা ল বেঁধে গিয়ে পড়বে। বলব—মী, গ্রাম্য-দেবতা সিদ্ধেশ্বরীর পুকুরটি আপনি খালাস করে দিন। বুড়ে ব্যাটা ভয় দেখিয়ে জার করে খাস করে নিলে, কিন্তু বছর অন্তর যে একশে৷ iাকার মাছ বিক্রি হয়, তার কটা টাকা সরকারী তবিলে জমা পড়ে একবার খোজ করে দেখুন। আমি খবর রাখি বাবা, যে এই ছ’সাত বছর একটা পয়সাও জমা পড়েনি। তখন দেখবে। ড়ো তার কি কৈফিয়ৎ দেয় । 3. ২য় ব্রাহ্মণ। বুড়ে তখন বলবে, ও-কথা মিথ্যে। মাছ বক্রি হয় না। o - ১ম ব্রাহ্মণ। তাই বলুক একবার। গরিটির ు জলেকে আমি চিনি, তার পুরুতের সঙ্গে আমার খুব ভাৰ।