পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

३ e বিজয়া প্রথম অঙ্ক তাকে দিয়ে প্রমাণ করিয়ে দেবে। আমাদের কথা মিথ্যে নয়। ঐ ঝোড়ে জেলেই বুডোর হাতে একশ টাকা জমা দিয়ে বছর বছর কলকাতায় মাছ চালান দেয় । পূর্ণ। আমায় কিন্তু টেনে না বাবা, ঘরের পাশে ঘর, গরীব মানুষ,—আমি তাহলে মারা যাব । ১ম ব্রাহ্মণ । কিন্তু তোমার ভাগ নে নরেন্দ্র কখনো ভয় পাবে না বলতে পারি। তাকে পাঠাবো, সঙ্গে থাকব আমরা। দিঘড়ার এত লোকের সে এত কাজ করে, আর আমাদের এই উপকারটি করে দেবে না ভাবে ? নিশ্চয় দেবে। ১য় ব্রাহ্মণ । তা হলে অমনি আমার বড় জামাইয়ের বাবলার মাঠের খবরটাও তাকে শুনিয়ে দিও না ভাই—কম নয় সাড়ে তিন বিঘে জায়গা। জামাই মারা গেল, দেখবার শোনবার কেউ নেই, মেয়েটি আমার কাছে এসে পড়ল, তিন চাব বছরের খাজনা বাকি পড়ে গেল, তারপর কবে যে ক্রোক দিলে, কবে যে নিলেম হলো, তা কেউ জানলে না। তারপর যখন জানা গেল তখন কত গিয়ে ধরাধবি করলুম, কিন্তু এত বড় বজাত—কিছুতেই ছাড়লে না। পূর্ণ। বাবুর বাড়ীর উত্তব দিকের সেই নতুন কলমের বাগানটা নয় ? ২য় ব্রাহ্মণ। হঁ। বাবা সেইটে। এখন হয়েছে বুড়োয় সখের আমবাগান। i & পূর্ণ। কিন্তু নিলেম খরিদ জায়গা এতে আর কেউ ছেড়ে দিতে পারবে না বাবা ।