পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক বিজয়া *営 কাজকৰ্ম্ম নিয়ে থাকে, সময় পেলে ছবি অঁাকে ! বাড়ী থেকে বড় বারই হয় না । কানাই। মা-জী সনা হয়ে আসলে, বাড়ী ফিরতে রাত হবে। নরেন । হা, কথায় কথায় সন্ধ্যা হ’য়ে এলো । বিজয় । তা হ’লে বাড়ীটা গেলে কোনও আত্মীয় কুটুম্বের ঘরেও তার আশ্রয় পাবার ভরসা নেই বলুন ? নরেন । একেবারেই না। বিজয় । ( মুহূৰ্ত্ত কাল নীরব থাকিয় ) তিনি যে কারও কাছেই যেতে চান না—নইলে এই মাসের শেষেই তো তাকে বাড়ী ছেড়ে দেবার নোটিশ দেওয়া হয়েছে—আড় কেউ হ’লে অন্ততঃ আমার সঙ্গেও একবার দেখা করবার চেষ্টা করতেন । নরেন। হয়তো তার দরকার নেই, নয় ভাবে লাভ কি ? আপনি তো সত্যিই তাকে বাড়ীতে থাকতে দিতে পারেন না । বিজয় । চিরকাল না পারলেও আর কিছু কাল থাকতে দেওয়া তো যায়। কিন্তু মনে হচ্ছে আপনার সঙ্গে তার বিশেষ পরিচয় আছে। কি বলেন সত্যি না ? নরেন । কিন্তু এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে যে । বিজয় । আমুক । নরেন । তামুক ? অর্থাৎ, দেশের প্রতি আপনার সত্যিকার টান আছে। বিজয় । ( গম্ভীর হইয়া ) তার মানে ? নরেন । মানে এই যে সন্ধ্যা বেলায় এখানে দাড়িয়ে