পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক বিজয়ী বিজয়া । ( হাসিয়া ) আপনি তো তার চমৎকার বন্ধু ! নরেন । ( ঘাড় নাড়িয়া ) হ্যা, অভেদ্য বললেও চলে । এমন কি তার হয়ে আমি নিজে গিয়েই আপনাকে ধরতুম, যদি না জানতুম, সৎ উদ্দেশ্বেই তার বাড়ীখানি আপনি গ্রহণ করছেন । . বিজয় । আচ্ছ, আপনার বন্ধুকে একবার রাসবিহারীবাবুর কাছে যেতে বলতে পারেন না ? নরেন । কিন্তু তার কাছে কেন ? বিজয় । তিনিই বাবার বিষয় সম্পত্তি দেখেন কিনা। নরেন । সে অামি জানি ; কিন্তু তার কাছে গিয়ে লাভ নেই। সন্ধ্যা হয়—আসি তবে,--নমস্কার । নরেন পুল পার হইয়া বনের ভিতর অদৃপ্ত হইয়া গেল। বিজয়৷ সেই দিকেই চাহিয়া রহিল— কানাই। এ বাবুটি কে ম-জী ? বিজয় । ( বিজয়। চমকিয় আপন মনে কহিল ) কে ত৷ তো জানিনে। ঐ র্যাদের বাড়ীতে পুজো হচ্ছে তাদের ভাগ নে। রাসবিহারীর প্রবেশ রাস। তোমাকেই খুজছিলুম মা । খবর পেলুম তুমি নদীর দিকে একটু বেড়াতে এসেছে । ভাল কথা—তাকে আমরা নোটিশ দিয়েছি, আবার আমরা যদি রদ করতে যাই আর পাচজন প্রজার কাছে সেটা কি রকম দেখাবে ভেবে দেখ দিকি !