পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

'Ne বিজয়৷ প্রথম অঙ্ক সে ব্যাগ খুলিয়া হাতড়াইয়। কাগজখানা বাহির করিয়া ধরিল। বিজয়া গ্রহণ করিল বটে কিন্তু তার মুখ দেখিয়া মনে হইল তুষ্ণর সীমা নেই— বিলাস। ব্যাপার কি ? এমন চুপচাপ যে ? বিজয়া । আমি ভাবছি, আপনি যে তাদের নিমন্ত্রণ করে এলেন এখন তাদের কি বলা যায় ? বিলাস। তার মানে ? বিজয় । মন্দির-প্রতিষ্ঠা সম্বন্ধে আমি এখনও কিছু স্থির করে উঠতে পারিনি। বিলাস । ( সতীব্র বিস্ময়ে ও ততোধিক ক্রোধে বিলাসের মুখ ভীষণ হইয়া উঠিল। কিন্তু কণ্ঠস্বর তাহার পক্ষে যতটা সম্ভব সংযত করিয়া কহিল ) তার মানে কি ? তুমি কি ভেবেচে আসছে ছুটির মধ্যে না করতে পারলে আর কখনো করা যাবে ? তারা তো কেউ তোমার—ইয়ে নন যে তোমার যখন সুবিধে হবে তখনই তার ছুটে এসে হাজির হবেন । মন স্থির হয়নি তার অর্থ কি শুনি ? বিজয় । (মৃত্ত্বকণ্ঠে ) এখানে ব্রহ্মমন্দির প্রতিষ্ঠার কোন সার্থকতা নেই। সে হবে না । বিলাস । ( কিছুক্ষণ স্তম্ভিত থাকিয় ) আমি জানতে চাই তুমি যথার্থ ব্রাহ্ম-মহিলা কিনা। বিজয় । (তাহার মুখের দিকে নিঃশব্দে চাহিয়া থাকিয় ) আপনি বাড়ী থেকে শাস্ত হয়ে ফিরে ন! এলে আপনার সঙ্গে আলোচনা হতে পারবে না । একথা এখন থাক ।