পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 o' বিজয় দ্বিতীয় অঙ্ক বিজয় । ( মুখ চুলিয়া ) পরেশের মাকে তো বলতে বলে দিয়েছি কালীপদ, বাগানে গিয়ে তোমাকে কাজ কৰ্ত্তে হবে না। কালী। কিন্তু ছোটবাবু— বিজয় । সে তাকে আমি বলে দেবো তোমার ভয় নেই । অচিছ যা ও এখন । কালী । যে কাপড়গুলো রোদে দেওয়া হয়েছে সে যে— বিজয় । এখন থাক কালীপদ । এই দরকারী চিঠিটা শেষ না করে আমি উঠতে পারবো না । কালীপদ প্রস্থান কপিলে বিজযা উঠিযা আীব একবার জানালাট। খুলিমা আসিল বসিল। চিঠিব কাগজটা ঠেলিয। দিয়া খববেল কাগজ গণিব লইল । ভাবে বোধ হয় অতিশয় চঞ্চল, কিছুতেই মন দিতে পালে না । যত্ন । ( নেপথ্য হইতে ডাকিল ) মা ? বিজয় । কে ? যদু । ( দরজার নিকট হইতে ) আমি যছ । একবার আসতে পারি কি ? বিজয় । ন৷ যত্নবাবু, এখন আমার সময় নেই । আপনি আর কোন সময়ে আসবেন । যত্ন । আচ্ছা মা । বিজয় কাগজ পড়িতেছিল। অন্য পাব দিয়া অত্যন্ত সপ্তপণে পবেশ প্রবেশ কপিল । বিঙর। উঠিযা দাড়াইয। অত্যন্ত ব্যগ্ৰকণ্ঠে প্রশ্ন করিল বিজয়।। দোকানী কি বললে পরেশ ?