পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক বিজয়৷ 8 X পবেশ। ( বস্ত্রাঞ্চলে লুকানো বাতাসার পতি ইঙ্গিত করিয়া ) বাতাসা তো পয়সায় চ গেণ্ড। করে । বিজয় । আবে না, ন,—সে নবেন আবুল কথা কি কি বললে বল না ? পবেশ । ( মাথা নাড়িয়া ) জানিনে। দোকানী পয়সায় ছ’ গোণ্ডার কথা কাউকে বলতে মান কৰে দেছে ৷ বলে কি জান মা-ঠাকরুণ—- বিজয় । তুই নবেনবাবুব কথা কি জেনে এলি তাই বল না ? পমেশ । সে হোথা নেই—কোথায় চলে গেছে। গোবিন্দ লাল কি জান ম-ঠান ? বলে বারো গোণ্ডার বিজয় । ( রুক্ষম্বরে ) নিয়ে যা তোর বারো গোগু। তাস। আমার স্বমুখ থেকে। বিজয়া জানালাল কাছে সবিয়া গিয় দাড়াইল । পবেশ । ( ঠোঙা দুষ্টট হাতে কবিয়া ) এর বেশি যে দেয় न] মা-ঠান ! বিজয় । ( একটু পরে মুখ ফিরাইয়া কহিল ) পরেশ, ওগুলো তুই খেগে যা । বলিয়া পুনরায় জানলীল বহিলে চাহিয়া বহিল পবেশ । ( সঙয়ে ) সব খাবো ? বিজয়ী। (মুখ না ফিরাইয়া) ইঁ, সব খেগে যা। ওতে আমার কাজ নেই ।