পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক বিজয়৷ 8い○ BBBS SBB BBBBS BBBS BSB BBBBB লঞ্জকা-কেন? কোন দরকার আছে ? छिर्यौं 'ఖిడ్జ? কেউ কারে খবর রাখতে চায় না ? নরেন। কেউ কি করে না করে সে ছেড়ে দিন। কিন্তু আপনার সঙ্গে তো তার সমস্ত সম্বন্ধ চুকে গেছে। আবার কেন তার সন্ধান নিচ্ছেন ? ঋণ কি এখনো সব শোধ হয়নি ? ( বিজয়া নীরব রহিল ) যদি আরও কিছু দেন। বার হয়ে থাকে, তা হলেও আমি যতদূর জানি, তার এমন কিছু আর নেই যা থেকে সেই বাকী টাকা শোধ হতে পারে। এখন আর তার খোজ করা বৃথা । বিজয় । কে আপনাকে বললে, আমি দেনার জন্তেষ্ট তার সন্ধান করছি ? নরেন । তা ছাড়া আর যে কি হতে পারে আমি তে৷ ভাবতে পারি নে। তিনিও আপনাকে চেনেন না, আপনিও তাকে চেনেন না । বিজয় । তিনিও আমাকে চেনেন, আমিও তাকে চিনি । নরেন। তিনি আপনাকে চেনেন একথা সত্যি, কিন্তু আপনি তাকে চেনেন না। বিজয়া। কে বললে আমি তাকে চিনি না ? নরেন। আমি জানি । ধরুন, আমিই যদি বলি আমার নাম নরেন তাতেও তো আপনি না বলতে পারবেন না । w