পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○「預 বিজয় । * * * se বিজয়। কিন্তু আপনার সম্বন্ধে যে সামাজিক গোলয়োগ আছে তা কি সে গ্রামের লোকের জানে না ? .* নরেন। জনে বৈকি! / .۶ ماه বিজয়া। তবে ? “ . % / নরেন। (একটুখানি ভারিয়া) ওঁদের মে ঘরটায় আছি সেটাকে ঠিক বাড়ীর মধ্যে বলাও যায় না ; অীর আমার অবস্থা শুনেও বোধৰুরি সামান্য কিছুদিনের জন্যে তার ছেলের আপত্তি করে নি। তবে বেশি দিন বাড়ীতে থেকে তাদের বিব্রত করা চলবে না সে ঠিক। } (একটু চুপ করিয়া) আচ্ছা, সত্যি কথা বলুন তো, কেন এসব খোজ নিচ্ছিলেন ? বাবার কি আরও কিছু দেন। বেরিয়েছে ? ( বিজয় চেষ্টা করিয়াও কোন কথা কহিতে পারিল না ) পিতৃপণ কে না শোধ করতে চায় ? কিন্তু সত্যি বলছি আপনাকে স্বনামে বেনামে এমন কিছু আমার নেই যা বেচে টাকা দিতে পারি। শুধু এই microscopeটা আছে। এটা কলকাতায় নিয়ে যাচ্ছি—যদি কোথাও বেচে অন্যত্র যাবার খরচ যোগাড় করতে পারি । পিসীমার অবস্থাও খুব খারাপ। এমন কি খাওয়া-দাওয়৷ পৰ্য্যন্ত—( বিজয় মুখ ফিরাইয়া আর একদিকে চাহিয়া রহিল ) তবে যদি দয়া ক’রে কিছু সময় দেন, তাহলে বাবার দেন। যতই হোক—আমি নিজের নামে লিখে দিয়ে যেতে পারি। ভবিষ্যতে শোধ দিতে প্রাণপণ চেষ্টা করবে। আপনি রাসবিহারীবাবুকে একটু বললেই তিনি এ বিষয়ে এখন আর আমাকে পীড়াপীড়ি করবেন না ।