পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

H O বিজয়৷ দ্বিতীয় অঙ্ক নরেন । ( মহা বিরক্ত হইয়া ) একশো বার, বলছি ভাঙা নয়, তবু বলবেন ভাঙ ? ( ক্রোধ সম্বরণ করিয়া উঠিয়া দাড়াইয়া) আচ্ছ। তাই ভালে ! আমি আর তর্ক করতে চাই নে, এটা ভাঙাই বটে। কিন্তু সবাই আপনার মত অন্ধ নয় । আচ্ছ। চললুম। যন্ত্রটা বাক্সের মধ্যে পুরিবার উপক্রম করিল বিজয় । ( গম্ভীর ভাবে ) এখুনি যাবেন কি ক’রে ? আপনাকে যে খেয়ে যেতে হবে । নরেন । না তার দরকার নেই। বিজয় । কে বললে নেই ? নরেন । কে বললে ? আপনি মনে মনে হাসছেন ঃ আমাকে কি উপহাস করছেন ? বিজয়া । আপনাকে কিন্তু নিশ্চয় খেয়ে যেতে হবে । একটু বলুন, আমি এখনি আসছি ! বিজয়া বাহির হইয় গেল। নরেন microscopeটা বাক্সের মধ্যে পুরিয়। টিপয় হইতে মামাইয়। রাখিল । বিজয়৷ স্বহস্তে খাবারের থাল ও কালীপদর হাতে চায়ের সরঞ্জাম দিয়া ফিরিয়া আসিল । এর মধ্যেই ওটা বন্ধ ক'রে ফেলেছেন ? আপনার রাগ তো কম নয় ? নরেন। (উদাস কণ্ঠে) আপনি নেবেন না তাতে রাগ কিসের ? শুধু খানিকক্ষণ বকে মরসুম এই যা !