পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&ఇ বিজয়া দ্বিতীয় অস্ক দাড়িয়ে কি করছিস্ ? পান নিয়ে আয় । ( কালীপদ চায়ের সরঞ্জাম টেবিলে রাখিয়া চলিয়া গেল) নিন ঝগড় করবেন ন— এবার খেয়ে নিন। নরেন নিঃশব্দে গম্ভীর মুখে আহার করিতে লাগিল নরেন ৷ শুকুল । বিজয় । শুনবো পরে ! আগে পেট ভ’রে খান ! নরেন। অনেক তো খেলুম। বিজয় । আরও অনেক যে প’ড়ে রইল । নরেন । তা ব’লে আমি কি করবো ? অার আমি পারবো না । বিজয় । তা জানি, আপনার কোন কিছু পারবারই শক্তি নেই । আচ্ছা, mieroscope দেখতে শিখে আমার কি লাভ হবে ? নরেন । ( সবিস্ময়ে ) দেখতে শিখে কি লাভ হবে ? বিজয় । হা, তাই তো । এ শেখায় লাভ যদি আমাকে বুঝিয়ে দিতে পারেন আমি খুশী হয়ে ওটা কিনবে, তা যতই কেন না ভাঙা হোক। নরেন । কিনতে হবে না আপনাকে । বিজয় । বেশ তে বুঝিয়েই দিন না । নরেন। দেখুন আপনাকে দেখাতে চেয়েছিলুম—জীবাণুর গঠন। খালি চোখে ওদের দেখা যায় না—যেন অস্তিত্বই নেই । ওদের ধরা যায় শুধু ঐ যন্ত্রটার মধ্য দিয়ে । স্বষ্টি ও প্রলয়ের কত বড় শক্তি নিয়ে যে ওরা পৃথিবীময় ব্যাপ্ত হয়ে আছে—