পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

l s দ্বিতীয় অঙ্ক বিজয়া (wచి ওদের সেই জীবন ইতিহাস—কিন্তু আপনি তো কিছু শুনছেন নী । বিজয়া । শুনচি বই কি । নরেন। কি শুনলেম বলুন তো । বিজয় । বাঃ এক দিনেই নাকি শুনে শেখা যায় ? আপনিই বুঝি একদিনে শিখেছিলেন ? নরেন । ( হো হো করিয়া হাসিয়া ) কিন্তু আপনার যে একশো বছরেও হবে না । তা ছাড়া এ সব আপনাকে শেখাবেই বা কে ? * বিজয় । ( মুখ টিপিয়া হাসিয়া ) কেন আপনি । নৈলে এই ভাঙা কল্ট। আমি ছাড়া আর কে নেবে ? নরেন । আপনার নিয়েও কাজ নেই, আমি শেখাতেও পারবো না । বিজয়া। পারতেই হবে আপনাকে । জিনিস বিক্রি ক’রে যাবেন আপনি, আর শেখাতে আসবে আর একজন ? না হয়তো আর এক কাজ করুন, শুনেছি আপনি ভাল ছবি অঁাকতে পারেন। তাই আমাকে শিখিয়ে দিন। এ তে৷ শিখতে পারবো । নরেন। (উত্তেজিত হইয়া ) তাও না। যে বিষয়ে মামুষের নাওয়া খাওয়া জ্ঞান থাকে না—তাতেই যখন মন দিতে পারলেন ন—মন দেবেন ছবি আঁকতে ? কিছুতেই না । বিজয় । তাহলে ছবি অঁাকতেও শিখতে পারবে না ? নরেন। না। আপনি যে কিছুই মন দিয়ে শোনেন না ।