পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●デ বিজয়া দ্বিতীয় অঙ্ক বিজয় । নরেনবাবুর বড় রাত হয়ে যাচ্ছে কাকাবাবু। রাস। ও । বেশ, ওকে ডেকে পাঠিয়ে তাই ব’লে দাও দুশে টাকাই দেওয়া হবে । বিলাস । টাকা কি খোলামকুচি ; একজনের খেয়াল চরিভার্থ করতে সুশো টাকা নষ্ট করতে হবে ? তুমি তাতেই রাজি হচ্চে ? রাস । বিলাস, ক্ষুণ্ণ হয়ে না বাবা । তোমাদের অনেক আছে—যাক্ দুশো। নিয়ে যাক ও দুশো টাকা । মা বিজয়ী আমার দয়াময়ী, দুর্থীকে স্বাসায় কষ্ট টক যুদেখসাহায্য কল্পতেই চল ব্রিক্ষ হওয়া উক্তিসঙ্গয় । কিন্তু আর নয় বাবা, অন্ধকার হয়ে আসচে চলে। কাল সকালে অনেক কাজ অনেক ঝঞ্ঝাট পোহাতে হবে । চলে যাই । আসি ম। বিজয় । রাসবিহারী নিষ্ক্রান্ত হইলেন । বিলাস বিজয়ার প্রতি একটা ক্রুদ্ধ কটাক্ষ নিক্ষেপ করিয়া পিতার অনুসরণ করিল বিজয় । ( ক্ষণকাল স্তব্ধ থাকিয়া ) কালীপদ ? নেপথ্যে যাই ম’ বলিয়া কালীপদ প্রবেশ করিল কালীপদ, নরেনবাবু বোধ হয় বাইরে কোথাও বসে আছেন । তাকে ডেকে নিয়ে এসো । - কালীপদ মাথা নাড়িয়া প্রস্থান করিল মরেন । (প্রবেশ করিয়া) এটা আমি সঙ্গে নিয়েই যাচ্চি । কিন্তু আজকের দিনটা আপনার বড় খারাপ গেল। অনেক