পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক বিজয়৷ SD AMMACCA AMMMAC CAAA SAAAAA هشههاجعه بخصیچی چسبیده به টাকা। একমাত্র কন্যার জন্যে বনমালী প্রভূত ঐশ্বৰ্য্য রেখে গেছেন । বিলাসের হাতে তা বহুগণিত হবে আমি বললেম । ৫ম । কিন্তু শুনেচি যুবকটি একটু রূঢ়ভাষী । ৩য়। রূঢ়ভাষী নয়, স্পষ্টভাষী । সত্যের আম্বর তিনি জানেন ( ১ম মহিলাটিকে ইঙ্গিতে দেখাইয়া ) আমার স্ত্রীর প্রতিষ্ঠিত বালিকা বিদ্যালয়ে বনমালীর কন্য। বিজয়াকে দিয়ে তনি একশো টাকা সাহায্য করিয়েছিলেন। তাদের পুরস্কার বিতরণের জন্তো আরও একশো টাকা প্রতিশ্রুতি দিয়েছেন । ১ম মহিলা । আহা, পথের মধ্যে ওসব কেন ? ৪র্থ। তাহলে বালিকা-বিদ্যালয়ের দিকে তো তাদের বেশ ঝাক আছে ? ৩য়। ঝোক ? মুক্তহস্ত । . ৪র্থ। মুক্তহস্ত ? বেশ, বেঙ্গ, মঙ্গলময় তাদের মঙ্গল বিধান করুন । P

f [ প্ৰস্থাম ৬ষ্ঠ ও ১ ব্যক্তিদ্বয়ের প্রবেশ ৬ষ্ঠ। না, আর দূরুনেই আমরা এসে পড়েছি । হা, স্বগীয় নমালীবাবুর সম্পত্ত্বির সমস্ত ভার তার বাল্যবন্ধু রাসবিহারীiাবুর পরেই। শুধু এখন নয়, বরাবরই এই ব্যবস্থা। বনমালী iাবু সেই যে ரி1 ছেড়ে কলকাতায় এসেছিলেন আর তো কখনো ফিরে यानं মি। * ৭ম। তার কন্যার সঙ্গে রাসবিহারীবাবুর পুত্রের বিবাহ ক স্থির হয়ে গেছে ?

  • * = w ** a چه به پردرwww