পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

అ8 বিজমা দ্বিতীয় অঙ্ক ৬ষ্ঠ। স্থির বই কি। সম্বন্ধ কন্যার পিতা নিজেই ক’রে যান, হঠাৎ মৃত্যু না হ’লে বিবাহ তিনিই দিয়ে যেতেন। ৭ম । এ বিবাহ কি গ্রামেই হবে ? ৬ষ্ঠ । এই কথাই তে রাসবিহারীবাবু সেদিন নিজেই বললেন। শুধু তাই নয়, বিয়ের পরে ছেলে-বেী দেশেই বাস করবে, সহরেব নানা প্রলোভনের মধ্যে তাদের পাঠাবেন না এই র্তার সঙ্কল্প। অন্তত:, যতদিন বেঁচে আছেন । বিশেষতঃ এত বড় সম্পত্তি দূর থেকে দেখা-শোনা যায় না, নষ্ট হবার ভয় থাকে। কাজ-কৰ্ম্ম ছেলেকে শিখিয়ে দিয়ে যাবেন। ৭ম। অতিশয় সৎ বিবেচনা । বিবাহ হবে কবে ? ৬ষ্ঠ । ইচ্ছা যত শীঘ্র সম্ভব ! মন্দির প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গেই কথাবার্ভ বোধ করি আপনাদের সম্মুখেই পাকা হয়ে যাবে। এ বড় মুখের বিবাহ অবিনাশবাবু। বব বধূর পরে ভগবান তার শুভ হস্ত প্রসারিত করুন আমরা এই প্রার্থনা করি। চলুন, এই বাগানটার শেষেই বনমালীবাবুর বাড়ী । ৭ম । আপনি কি পূৰ্ব্বে এখানে এসেছিলেন ? ৬ষ্ঠ। (সহাস্তে ) বহুবাব । রাসবিহারীবাবু আমার অনেক কালের বন্ধু। তিনি পত্রে জানিয়েছেন মূক্তন মন্দিরগৃহটি আছে নদীর ওপারে—একটু দূরে আমাদের থাকার জায়গাওঁ সেইখানেই নিদিষ্ট হয়েছে, কিন্তু বিজয়ার ইচ্ছে আক্ত সকালেই একটি ছোট অনুষ্ঠান তার গৃহেই সম্পন্ন হয়, এব । পরে সে বাড়ীতে যাই ।