পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক e es বিজয়ার বসিবার ঘর বিজয়ী W ੇ মুখুয্যে কি সত্যিই ছাদ থেকে পড়ে মারা গিয়েছিলেন ? বিলাস । তাতে সন্দেহ আছে নাকি ! মদ-মত্ত অবস্থায় উড়তে গিয়েছিলেন। বিজয় । কি দুঃখের ব্যাপার । বিলাস । দুঃখের কেন ? অপঘাত-মৃত্যু ওর হবে না ত’ হবে কার ? জগদীশবাবু শুধু আপনার স্বগীয় পিতা বনমালীবাবুবই সহপাঠী বন্ধু নয়, আমার বাবারও ছেলেবেলার বন্ধু । কিন্তু বাবা তার মুখও দেখতেন না। টাকা ধার কর্তে হবার এসেছিলো—বাবা চাকর দিয়ে বার ক’রে দিয়েছিলেন । বাবা সৰ্ব্বদাই বলেন, এই সব অসচ্চরিত্র লোকগুলোকে প্রশ্রয় দিলে মঙ্গলময় ভগবানের কাছে অপরাধ করা হয় । বিজয় । এ কথা সত্যি। বিলাস। বন্ধুই হ’ন আর যেই হ’ন। দুৰ্ব্বলতাবশতঃ কোন মতেই সমাজের চরম আদর্শকে ক্ষুন্ন করা উচিত নয়। জগদীশের সমস্ত সম্পত্তি এখন হায়তঃ আমাদের। তার ছেলে