পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক বিজয়ী ৭৩ বিলাস । না, কৰ্ত্তব্যের ধারণা আমাদের এক নয়, এবং তোমাকে বলতে আমি বাধ্য যে তোমার ধারণা ভুল। . বিজয় । তা হ’লে সেই ভুল ধারণাটাই আমার এখানে চলবে বিলাসবাবু! - বিলাস । তোমার ভুলটাকেই আমায় স্বীকার করে নিতে হবে নাকি ? বিজয়া । স্বীকার করে নিতে ভে। আমি বলিনি, আমি বলেচি সেইটেই এখানে চলবে । বিলাস । তুমি জানো এতে আমার অসম্মান হয়। বিজয় । ( অল্প হাঁসিয়া ) সম্মানটা কি কেবল একল। আপনার দিকেই থাকবে নাকি ? দয়াল । ( ব্যস্তভাবে উঠিয়া দাড়াইয়া ) মা, এখন আমি যাই, দেখিগে তাদের কোন অসুবিধা হচ্ছে নাকি । বিজয়া । না, সে হবে না । আমাদের গল্প এখনও শেষ হয়নি। আপনি বহুন। ( একটু উচ্চকণ্ঠে ) কালীপদ । কালীপদ । ( দ্বারের কাছে মুখ বাড়াইয়া সাড়া দিল ) কি মা ? বিজয় । পরেশের মাকে বলে গে দয়ালবাবু এখানে খাবেন । আমার শোবার ঘরের বারান্দায় তার ঠাই ক’রে দিতে বলে দাও। চলুন দয়ালবাবু, আমরা ওপরে গিয়ে বসিগে । বিজয়া ও তাহার পিছনে দয়ালবাবু সভয়-মন্থর-পদে প্রস্থান করিলেন। বিলাস সেইদিকে ক্ষণকাল আরক্তনেত্রে চাহিয়া বাহির হইয়া গেল