পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

కానాల(ళాకy বাটির একাংশের ঢাক বারান্দা নরেন প্রবেশ করিল। পরনে সাহেবি পোষাক, টুপি খুলিয়া সেটা বগলে চাপিয়া হাতের লাঠিটা একধারে ঠেস দিয়া রাখিল নরেন । ( এদিকে ওদিকে চাহিয়া ) উঃ—কোথাও এক ফোটা হাওয়া নেই। আর এই বিজাতীয় পোষাকে যেন আরও ব্যাকুল ক’রে তুলেছে। এদিকে কি কেউ নেই নাকি ! এই যে কালীপদ– কালীপদ প্রবেশ করিল নরেন। কালীপদ, তোমার মা ঠাকরুণকে একটা খবর দিতে পারে ? কালীপদ । দিতে হবে না, মা নিজেই নেমে আসচেন । ভেতরে গিয়ে বসবেন না বাবু ? নরেন । না বাপু, ঘরে ঢুকে আর দম আটকাতে চাইনে, —এখান থেকেই কাজ সেরে পালাবো। বারোটার ট্রেণেই ফিরতে হবে। কালীপদ । ই বাবু আজ বড় গরম, কোথাও বাতাস নেই। তবে, এখানেই একটা চেয়ার এনে দিই বলুন। কালীপদ চেয়ার আনিয়া দিল, নরেন বসিয়া টুপিট পায়ের কাছে রাঁথিয়া মুখ তুলিয়া কহিল