পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক বিজয়ী ११ নরেন। (সহস্তে ) হ, আমার আঙ্গুলগুলো একটু শক্ত। বিজয় । ( হাসি চাপিয়া ) আপনার মাথাটাই কি কম শক্ত ? ঢু মারলে যে-কোন লোকের মাথাটা ফেটে যায়। নরেন । ( উচ্চ হাস্য করিয়া উঠিল, তার পরে পকেট হইতে নোট বাহির করিয়া টেবিলের উপর রাখিয়া দিয়া ) এই নিন আপনার ছশো টাকা । দিন, আমার সেই ভাঙ্গ যন্ত্রট । { একটু হাসিয়া ) আমি জোচ্চোর ঠক, আরও কত কি গালাগালি ওই ক’টা টাকার জন্যে আমাকে ব’লে পাঠিয়েছিলেন। নিন আপনার টাকা,—দিন আমার জিনিস । বিজয় । ঠক, জোচ্চোর কাকে দিয়ে ব’লে পাঠিয়েছিলুম ? নরেন । যাকে দিয়ে টাকা পাঠিয়েছিলেন সে-ই তো ওসব বলেছিল । বিজয় । তাকে দিয়ে আর কি বলে পাঠিয়েছিলুম মনে আছে ? নরেন । না, আমার মনে নেই । কিন্তু সেটা আনতে বলে দিন, আমি দুপুরের ট্রেণেই কলকাতা ফিরে যাবে। ভালো কথা, আমি কলকাতাতেই একটা চাকরী পেয়ে গেছি। বেশি দূরে আর যেতে হয় নি। বিজয় । ( মুখ উজ্জল করিয়া ) আপনার ভাগ্য ভালো । টাকা কি তারাই দিলে ? - নরেন। ই, কিন্তু microscopeটা আমার আনতে ব’লে দিন । আমার বেশি সময় নেই। বিজয়। কিন্তু এই সত্ত্ব কি আপনার সঙ্গে হয়েছিলো যে