পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক বিজয়া ግርጭ নরেন। চা খেতে আমি আসি নি । বিজয় । কিন্তু যে জন্যে এসেছিলেন সে তো আর সত্যিই হতে পারে না। চারশে টাকার জিনিস আপনাকে দুশো টাকায় দেবে কে ? আপনার লজ্জাবোধ করা উচিত । নরেন। আমার লজ্জাবোধ করা উচিত ? উঃ—আচ্ছা মামুষ তে আপনি ? বিজয় । ই, চিনে রাখুন। ভবিষ্যতে আর কখনো ঠকাবার চেষ্টা করবেন না । নরেন । ঠকানো আমার পেশা নয় । \ বিজয়া। তবে কি পেশা ? ডাক্তারী ? হাত দেখতে জানেন ? এই বলিয়া হঠাৎ হাসিয়া ফেলিল নরেন । আমি কি আপনার উপহাসের পাত্র ? টাকা আপনার ঢের থাকতে পারে—কিন্তু সে জোরে ও-অধিকার জন্মায় না তা জানবেন। আপনি একটু হিসেব ক’রে কথা কইবেন । নরেন উঠিয়া দাড়াইয়া হাতে লাঠি তুলির লইল । বিজয় । নইলে কি বলুন না ? আপনার গায়ে জোর আছে এবং হাত্বে লাঠি আছে এই তো?" - নরেন। ("াঠিটা ফেলিয়া হতাশভাবে বসিয়া ) ছিঃ ছিঃ —আপনি মুখে যা আসে তাই বলেন। আপনার সঙ্গে আর পারিন ।