পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক বিজয়৷ しァン দিন আপনি অসুস্থ ছিলেন তাই পরিচয় করার জন্যে আপনাকে আর বিরক্ত করিনি। তার পরেই শুনলুম আপনি চলে গেছেন আপনার মামীম পীড়িত ব'লে। কিন্তু মনে হচ্ছে কোথায় যেন এর আগে আপনাকে দেখেছি,—আচ্ছা, আপনি কি বেথুনে পড়তেন ? নলিনী । হা, কিন্তু আমার তো মনে পড়ছে না। বিজয় । না পড়লেও দোষ নেই, কেবলি কামাই করতুম, শেষে সব সাবজেক্টে ফেল ক’রে পড়া ছেড়ে দিলুম, আই-এ দেওয়া অাব হোলে না,—আপনি এবার বি-এসসি দিচ্ছেন শুনলুম। নলিনী । হ্যা, আমার মনে পড়েছে —আপনি মস্ত একট। গাড়ী ক'রে কলেজে আসতেন । বিজয় । চোখে পড়বার মত তো আর কিছু নেই, তাই গাড়ী দিয়ে লোকের দৃষ্টি আকষণ করতুম। ওটা মার্জন করা উচিত । নলিনী । ও কথা বলবেন না, দৃষ্টি পড়বার মত আপনারও যদি কিছু না থাকে তবে জগতে অল্প লোকেরই আছে। ডক্টর নুখার্জি গেলেন কোথায় ? বিজয় । গেলেন রোগী দেখতে, এলেন বলে। কিন্তু তিনি এসেছেন আপনি জানলেন কেমন ক’রে মিস্ দাস ? নরেন প্রবেশ করিল - নলিনী। এই যে ডক্টর মুখার্জি (বিজয়ার প্রতি ) আমরা এক গাড়ীতেই যে কলকাতা থেকে এলুম। ষ্টেশনে J