পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক বিজয়া tూరి বিজয় । পরেশকে কেমন দেখলেন বললেন না ? নরেন। বিশেষ ভাল না। ওর খুব বেশি জর, পিঠে গলায় বেদনা, এদিকে বসন্ত হচ্ছে, মনে হয় পরেশেরও বসন্ত হতে পারে । বিজয়া । ( সভয়ে) বসন্ত হবে কেন ? নরেন । হবে কেন সে অনেক কথা । কিন্তু ওর লক্ষণ দেখলে ওই মনে হয়। যাই হোক, ওর মাকে একটু সাবধান হতে বলবেন, আমি কাল কিম্বা পরশু টাকা নিয়ে আসবে, অবশু যদি পাই । তখন ওকে দেখে যাবো। বিজয় । ( ব্যাকুল বিবর্ণ মুখে ) নইলে আসবেন না ? আমারও নিশ্চয় বসন্ত হবে নরেনবাবু। কাল রাত্তিরে আমারও খুব জর—আমারও গায়ে ভয়ানক ব্যথা । নরেন । (হাসিয়া) ব্যথা ভয়ানক নয়। ভয়ানক হয়েছে সে আপনার ভয়। বেশ তো জ্বরই যদি একটু হয়ে থাকে তাতেই বা কি ? এদিকে বসন্ত দেখা দিয়েছে ব’লেই যে গ্রামশুদ্ধ সকলেরই হবে তার মানে নেই। বিজয়া । হ’লেই বা আমার কে আছে ? আমাকে দেখবে কে ? নরেন । দেখবার লোক অনেক পাবেন সে ভাবনা নেই, কিন্তু কিছু হবে না আপনার । - বিজয় । না হ’লেই ভালো, কিন্তু সত্যিই আমি বড় অমুস্থ। তবু সকালে উঠে সব জোর করে ঝেড়ে ফেলে দিয়ে একটু বাইরে যাচ্ছিলুম।