পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԵrՆ) বিজয়া দ্বিতীয় অঙ্ক ডক্টর মুখার্জি। মেয়ের এতবড় মিনতি তাকে করতেই পারে না—এমন ক’রে তার পানে যে তার চাইতেই পারে না । নরেন । তা হবে। মেয়েদের কথা আপনিই ভালো জানেন, কিন্তু আমি যেটুকু জানতে পেলুম তা ভারি কঠোর। ভারি কঠিন। - কালীপদ প্রবেশ করিল কালীপদ । চলুন। মা ডেকে পাঠালেন আপনাদের খাবার দেওয়া হয়েছে। নরেন । চলে যাই । সকলের প্রস্থান দয়াল ও রাসবিহারীর কথা কহিতে কহিতে প্রবেশ রাস । হা, এই মন্দির প্রতিষ্ঠা নিয়ে, অবিশ্রান্ত পরিশ্রম ক’রে বিলাস যে এতট অবসাদগ্ৰস্ত হয়ে পড়েছিল তা কেউ বুঝতে পারেনি। সেদিন তার চেহার দেখে ভয় পেয়ে বললুম, বিলাস হয়েছে কি ? এমন করচো কেন ? ও বললে বাবা, আজ আমি অন্যায় করেচি—দয়ালবাবুকে কঠিন কথা ব’লেছি । বিজয়াকেও বলেছি—সেও আমাকে বলেছে—কিন্তু সে জন্তে নয়, দয়ালবাবুকে আমি কি বলতে কি ব’লে ফেলেছি, হয় তো রাগ ক’রে তিনি আর আমাদের আচার্য্যের কাজ করবেন না । এই ব’লে তার দু'চোখ বেয়ে দর দর ক’রে জল পড়তে লাগলো। আমি বললুম, ভয় নেই বাবা, অপরাধ যদি হয়েই থাকে তবে এই অনুতাপের অশ্রুতেই সমস্ত ধুয়ে