পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক বিজয়৷ " ۹ و গেল । ! (હરે বলিয়া তিনি ক্ষণকাল মুদিত নেত্রে অধোমুখে থাকিয়া) আর তাই তো হলো দয়ালবাবু, আপনার উদারতার কথা বুঝতে পেরে বিলাস আজ আমায় ৰললৈ, বাবা, সেদিন তুমি সত্যিই বলেছিলে দয়ালবাবুর সমস্ত চিত্ত ভগবৎপ্রেমে পরিপূর্ণ, হৃদয় কুরুশায় মমতায় বিশ্বাসে ভরা, সেখানে আমাদের মতো ছেলেমামুষের কথা প্রবেশ করতে পারে 研比 # দয়াল । সে দিনের কথা আমি সত্যিই কিছু মনে রাখিনি আপনি বলবেন বিলাসবাবুকে । রাস। বাবু নয় । বাবু নয়। আপনার কাছে শুধু সে বিলাস—বিলাসবিহারী 8কে যায় ওখানে ? কালীপদ ? কালীপদ প্রবেশ কবিল বাস। মা বিজয়ী এখন কি তার লাইব্রেরী ঘরে ? কালীপদ । না তিনি শোবাব ঘরে শুয়ে পড়েছেন—তার জর । রাস । জ্বর ? জর বললে কে ? কালীপদ। ডাক্তাববাবু! রাস। কে ডাক্তারবাবু ? কালীপদ । নরেনবাবু এসেছিলেন, তিনিই হাত দেখে বললেন জর—বললেন চুপে ক’রে শুয়ে থাকতে । রাস। নরেন ? সে কি জন্যে এসেছিল ? কখন এসেছিল ? কালীপদ, মাকে একবার খবর দাও যে আমি একবার দেখতে যাবো ।