পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

=42as assy বিজয়ার শয়ন-কক্ষ অসুস্থ বিজয় বিছানায় শুষ্টয়া, অনতিদূবে উপবিষ্ট পিতা পুত্র, রাসবিহালী ও বিলাসবিহারী। ঘবে অন্য আসন নাই, রোগীব প্রয়োজনীয় সকল দ্রব্যই নিকটে বক্ষিত, ব্যস্ত পদক্ষেপে শবেণ প্রবেশ কলিল— তাহার মুখে উৎকণ্ঠীর চিহ্ন নরেন। কি ব্যাপার? কালীপদর মুখে শুনলাম জর নাকি একটু বেড়েছে। তা হোক—কেমন আছেন এখন ? বিলাস । আপনি সকালে এসে নাকি ওঁকে বসন্তের ভয় দেখিয়ে গেছেন ? বিজয় । ( ক্ষীণস্বরে দুই বহু বাড়াইয়া ) বস্থন। (নরেন অগত্যা বিছানার একাংশে বসিল ) কোথায় ছিলেন এতক্ষণ ? কেন এত দেরি কবে এলেন ? আমি যে সমস্তক্ষণ শুধু আপনার পথ চেয়ে ছিলুম। ( বিলাসের মুখের অবস্থ৷ ভীষণ হইয়৷ উঠিল। নরেনের হাতখানা বুকের উপর টানিয়া লইয়। ) কিন্তু আমি ভাল না হওয়া পৰ্য্যন্ত কোথাও যাবেন না বলুন । আপনি চলে গেলে হয়ত আমি বাচব না । নরেন হতবুদ্ধি হইয়া মুখ তুলিতেই দুই জোড়া ভীষণ চক্ষুর সহিত তাহার চোখাচোখি হইল—কালীপদ একবার পর্দার ফাক হইতে উকি মারিতেই বিলাস গর্জিয়া উঠিল