পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*দ্বিতীয় অঙ্ক বিজয়৷ స్సె জন্য রাগ না করে শান্তভাবে মামুষের দোষ-ত্রুটি সংশোধন ক’রে দিতে হয়। বিলাস। না বাবা ! এরকম impertinence সহ্য হয় না । তা ছাড়া আমার এবাড়ীর চাকরগুলো হয়েছে যেমন হতভাগt—তেমনি বজাত। কালই আমি ব্যাটাদের সব দূর করে তবে ছাড়বো । রাস। এর সম-মরাপ্ত হয়ে থৰ্বঘে স্ট্রেন্থি"র স্ট ঠিকানাই নেই। স্ত্ৰ ছেলেকেই বা দোষ ఫిశt বুড়ে মানুষ, আমি পৰ্য্যন্ত অল্প শুমে কি কৰ্ম চঞ্চল হয়ে উঠেছিলুম - ভূীতেই হ’ল একজনের বসন্ত—তারওশর উনি ভয় দেখিয়ে গেলেন | নরেন। না, আমি কোন রকম ভয় দেখিয়ে যাই নি। খিলাস । আলবৎ ভয় দেখিয়ে গেছেন। কালীপদ তার সাক্ষী আছে। নরেন। কালীপদ ভুল শুনেছে। বিলাস ক্ষিপ্ত হইয়া উঠিবে এমন সময়ে রাস। আঃ কয় কি বিলাস । উনি যখন অস্বীকার করছেন তখন কি কালীপদকে বিশ্বাস করতে হবে ? নিশ্চয়ই ওঁর কথা সত্যিই । - বিলাস। তুমি বুঝচে না বাবা—(বিলাস বাধা দিতে চাহিল) রাস। এই সামান্ত অসুখেই মাথা হারিয়ো না বিলাস । BB BB uB BBBB BBSBBS BBBBBBB