পাতা:বিদায়-আরতি.djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

মহানামন্‌

অনশন? কিবা অস্ত্রে মরণ?
বকাবকি এই নিয়ে,—
যমের মহিষ গুঁতোবে কিন্তু
কোন্‌ শৃঙ্গটা দিয়ে?
নাম-গুটিকার কুণ্ডাতে শেষে
গুটি দিল গিয়ে সবে,
গুটি গুণে ঠিক হইল—হা ধিক্‌
দুয়ার খুলিতে হবে!

(ষষ্ঠ হল্‌কা)



দুর্গদ্বারের অর্গল আজি
খুলিতে গিয়াছে টুটে,
পলটন লয়ে পশে বিরুধক
কল-কোলাহল উঠে।
কি অদ্ভুত? কোথা গেল দূত —
ময়ূরপুচ্ছধারী?
পলটন লয়ে কেন পশে পুরে?
এ দেখি জুলুম ভারি!
একা এসে দেশ দেখে চলে’ যাবে
এই কথা ছিল আগে,
বাজদস্যুর দস্যূ-স্বভাব
কোন্‌ ছুতা পেয়ে জাগে?
শাক্যপুরীর ধনৈশ্বর্য্য
দেখে আপনার চোখে
লোভের নাড়ীটা হয়েছে প্রবল
ঠেকাবে কে বল ওকে?

১২
৮৯